মর্মান্তিক। ঝর্ণায় পড়ে গেছিল ছোট্ট হাতির একটি ছানা। আর তাকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল মা-সহ আরও পাঁচটি হাতির। দক্ষিণ তাইল্যান্ডের খাও ইয়া ন্যাশনাল পার্কের এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত পশুপ্রেমী মহল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ন্যাশনাল পার্কে প্রচুর হাতি রয়েছে। অবাধে ঘোরাফেরা করে সেগুলি। শনিবার একটি হাতির দল থেকে একটি বাচ্চা হাতি পা পিছলে হঠাৎ ঝর্নার তলায় পড়ে যায়। তখন ওই দলের অন্য হাতিগুলি তাকে বাঁচাতে যায়। তাতেই একে একে অন্য পাঁচটি হাতিরও মৃত্যু ঘটে। এই সময়ে আরও দুটো হাতি ছিটকে গিয়ে পড়ে ঝর্নায়। তারা এখনও বেঁচে আছে, কিন্তু তাদের এখনও উদ্ধার করা যায়নি। অরণ্য ও প্রাণী সংরক্ষণ দফতরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হাতিদুটোকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাদেরকে উদ্ধার করা গেলেও দল ছাড়া তারা আদৌ বাঁচবে কিনা সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পার্ক কর্তৃপক্ষ।
জানা গেছে, বিপজ্জনক ওই জলপ্রপাতে এর আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ১৯৯২ সালের পর থেকে ওই জলপ্রপাতের খাদে পড়ে আটটি হাতির মৃত্যু হয়েছে।




























































































































