কোন্নগরের পুজোয় থিমের সমারোহ

0
4

শিল্পীর ভাবনাকে দর্শকের সামনে তুলে ধরতে কোন্নগর দক্ষিণ পল্লি শক্তি সংঘ তাঁদের ৬৭ তম বর্ষে তুলে ধরেছে শূন্যে তুলির টান ।শোলা,খাগের কাঠি, তুলো ও সরু নেট দিয়ে তৈরি এই পুজো মণ্ডপ। প্রতি বছরের মতো এই বছরেও দর্শকের মনে জায়গা করে নেবে বলে আশা পুজো উদ্যোক্তাদের।

আত্মকেন্দ্রিক সমাজে মানুষকে উদার হওয়ার বার্তাই এবারের কেওটা উজ্জ্বল সংঘের থিম। আত্মকেন্দ্রিক সমাজে মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ছে। আর সেই নিঃসঙ্গতা দূর করতেই তাদের এবছরের চিন্তাভাবনা “নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়ো”। এই প্যান্ডেলের মধ্য থেকে মানুষকে আকাশের মতো উদার হওয়ার বার্তাই মূলত তুলে ধরতে চাইছেন পুজো উদ্যোক্তারা। এ বছরে এই পুজো 61 বর্ষে পড়ল। মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে অটো ফোম, ক্রিস্টাল, লোহার নেট, ফাইবার নেট। পুজো উদ্যোক্তা গোপাল চাকির মতে, দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে উঠছে মানুষ। আর সেই আত্মকেন্দ্রিক জীবনে মানুষকে আকাশের মত উদার হওয়ার বার্তা দিতেই তাঁদের এই থিম।