দিল্লির পাণ্ডারা রোড দুর্গাপূজা সমিতির পুজো। 1955 সালে প্রতিষ্ঠিত এই পূজা সমিতি পা দিল 66 বছরে। বাগবাজার সার্বজনীন এর আদলে সাবেকি ধাঁচের প্রতিমা। আড়ম্বরহীন ছিমছাম মন্ডপসজ্জা। রয়েছে পাড়ারই মহিলাদের নিজের হাতে বাড়ি থেকে বানিয়ে আনা বিভিন্ন রকম খাবারের স্টল। সস্ত্রীক এই পুজো উদ্বোধন করলেন স্পিকার ওম বিড়লা।
































































































































