ভুল স্বীকার ভারতীয় বায়ুসেনার

0
2

প্রায় আটমাস পরে ভুল স্বীকার ভারতীয় বায়ুসেনার। ভারতীয় বায়ুসেনার ক্ষেপণাস্ত্রের আঘাতেই গুঁড়িয়ে যায় এমআই-১৭ চপার। যান্ত্রিক গোলযোগ নয়, বরং ভুল বশতই এটা ঘটেছিল। দাবি করেলেন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া।

২৬ ফেব্রুয়ারি ভোররাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জঙ্গি শিবিরে আক্রমণ চালিয়েছিল বায়ুসেনার মিরাজ ফাইটার জেট। পাকিস্তানের তরফে পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কায় পুঞ্চ, নৌশেরা, রাজৌরি-সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালায় কয়েকটি এমআই-১৭ চপার। বায়ুসেনা সূত্র খবর, ওই দিন দক্ষিণ কাশ্মীরের নৌশেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে পাক যুদ্ধবিমান এফ-১৬। ভারতীয় বায়ুসেনার র্যা ডারে তা ধরা পড়ায়, প্রত্যাঘাত করা হয়। সেই সময় নজরদারি চালাতে থাকা এমআই-১৭ পাক সীমান্তের কাছাকাছি ঘোরাঘুরি করছিল। আচমকাই সেটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। মৃত্যু হয় ২ পাইলটের। যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা বলে সেই সময় বায়ুসেনার তরফে জানানো হয়। তবে পুরোটাই ভুলবশত হয়েছিল বলেই এদিন জানিয়েছেন বায়ুসেনা প্রধান ভাদুরিয়া। তিনি জানান, যে দুই বায়ুসেনা অফিসার ওই মিসাইল নিক্ষেপের দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-রাজ্যবাসীকে এসএমএসে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর