সিসি ক্যামেরায় চোরের ছবি, নাগাল পায়নি পুলিশ

0
1

ভদ্রেশর থানার দিল্লি রোড সেতপুর এলাকায় রাতের অন্ধকারে বেশ কয়েকটি দোকানে চুরি হচ্ছে কয়েকদিন ধরেই। গোটা ঘটনাই ধরা পড়ে সিসি ক্যামেরায়। দেখা যায় মুখ না ঢেকেই, বেশ সময় ধরে , যন্ত্রপাতি নিয়ে কাজ সারছেন দুই নিশিকুটুম্ব। এই ছবি, ক্যামেরায় ধরা পড়লেও ভদ্রেশর থানার পুলিশ বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বলে অভিযোগ এলাকার ব্যবসায়ীদের। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রাও।

আরও পড়ুন-গুমনামি দেখার পর কলম ধরে কী জানালেন অনিকেত চট্টোপাধ্যায়?