দিল্লি হাইকোর্টে সম্প্রতি জামিন খারিজ হওয়ার পর এবার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তাঁর কৌসুলি কপিল সিব্বল জামিনের দ্রুত শুনানির আবেদন জানালে বিচারপতি রামানার বেঞ্চ জানায়, কবে শুনানি তা ঠিক করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় এখন তিহাড় জেলে বন্দি কংগ্রেস সাংসদ চিদম্বরম। হাইকোর্টে তাঁর জামিনের বিরোধিতায় সিবিআই বলেছিল, জামিন পেলে চিদম্বরম বিদেশে পালাবেন এবং সাক্ষীদের প্রভাবিত করবেন।
আরও পড়ুন-গুমনামি দেখার পর কলম ধরে কী জানালেন অনিকেত চট্টোপাধ্যায়?
































































































































