আমজনতার জন্য আপাতত কিছুদিন রেহাই প্লাস্টিক ব্যবহারে। মহাত্মা গান্ধীর জন্মদিন থেকে প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্র জানিয়েছে, সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারে এখনই নিষেধাজ্ঞা নয়। আপাতত সচেতনতা বাড়ানোয় জোর দেওয়া হবে। ২০২২ সালের মধ্যে প্লাস্টিক ব্যবহার বন্ধ কারা হবে। কিন্তু সিঙ্গল ইউজ প্লাস্টিক কী, সে নিয়ে বিভ্রান্তি চরমে। কিংবা প্লাস্টিকের বিকল্প কী, তারও সুনির্সিষ্ট সিদ্ধান্ত দেখানো যায়নি। এ নিয়ে কমিটি হয়েছে। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা মন্ত্রী রামবিলাস পাশোয়ান প্লাস্টিক বোতলের পরিবর্তে কাচের বোতলে জল খাওয়ার কথা বলেছেন। আবার রাজ্যের পরিবেশ মন্ত্রকের সচিব জানাচ্ছেন, সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারে এখনো নিষেধাজ্ঞা জারি হয়নি। তবে সচেতনতা বাড়াতে হবে। তাই সরকারি অফিসে প্লাস্টিক বোতল, চামচ, থালা ব্যবহার বন্ধ করতে কড়া হচ্ছে প্রশাসন।






























































































































