দেশজুড়ে প্রবল বিতর্কের মুখে এসসি, এসটি আইন অর্থাৎ তফশিলি ও আদিবাসী আইন নিয়ে নিজেদেরই আগের নির্দেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট। 2018 সালের 20 মার্চের নির্দেশ ওই আইনকে লঘু করেছিল বলে বিক্ষোভ শুরু হয়।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ প্রত্যাহার করে বিচারপতি অরুণ মিশ্র, এম আর শাহ ও বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ বলেছে, দেশে সমতার লক্ষে তফশিলি ও আদিবাসী মানুষদের সংগ্রাম চলছে। এখনও বহুক্ষেত্রে তাঁদের সামাজিকভাবে একঘরে হওয়া বা ছোঁয়াছুঁয়ির মধ্যে পড়তে হয়। তাঁদের সুরক্ষার বিধান থাকলেও সামাজিক শোষণ ও বিভেদের সম্মুখীন হতে হয়। ফলে এই আইনকে গুরুত্ব দিয়েই প্রয়োগ করতে হবে। একে লঘু করে দেখা চলবে না। নর্দমা সাফাইয়ের কাজে তফশিলি ও আদিবাসী মানুষকে যেভাবে ব্যবহার করা হয় তা সংবিধানের ভাবনার পরিপন্থী। বিশ্বের কোথাও মানুষকে এভাবে গ্যাস চেম্বারে মরার জন্য পাঠানো হয় না।






























































































































