আজ, ২ অক্টোবর জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। রাজ্য সরকার স্কুলে স্কুলে বিশেষভাবে গান্ধী জয়ন্তী পালনের নির্দেশ দিয়েছে। কেন্দ্র সরকারেরও বহু সরকারি অনুষ্ঠান রয়েছে। বিদেশেও সাড়ম্বরে স্মরণ করা হচ্ছে মহাত্মাকে। ফলে এবারের উম্মাদনা অন্যবারের তুলনায় একটু বেশি।
অহিংস আন্দোলনের কাণ্ডারীকে শ্রদ্ধা জানাতে ফ্রান্সের কোলে মোনাকো দেশটি একটি ডাক টিকিট প্রকাশ করেছে। এক রঙা এই ডাক টিকিটের মূল্য ২.১০ ইউরো। ৪০ হাজার টিকিট মোনাকোর ডাক বিভাগ প্রকাশ করছে। গত বছর গান্ধীর দেড়শো বছর পূর্তিকে সামনে রেখে সৌদি যুবরাজ একটি ডাক টিকিট প্রকাশ করেন, যার উদবোধনে ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন।






























































































































