তৃতীয়াতেই সুখবর, মেঘ কাটছে আকাশের

0
1

দুর্গাপুজোর মুখে আকাশের মতিগতি চিন্তায় ফেলেছিল বাঙালীকে। নাছোড় বৃষ্টির হাত থেকে কবে মুক্তি মিলবে, সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। তবে, সুখবর মিলল দেবীপক্ষের তৃতীয়াতেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনেই আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। তবে, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়। সঙ্গে আর্দ্রতা থাকায় অস্বস্তি বজায় থাকবে। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ থেকে উত্তরে সরে যাওয়ায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন-পুজোর আগেই সুখবর, বাড়ছে বেতন