মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। সুরজিৎ গঙ্গোপাধ্যায়। কণ্ঠ শ্রেয়া ঘোষালের। আর ভিডিওয় অভিনেতা পরমব্রত, নুসরত। সুরুচি সঙ্ঘের থিম সঙ আগের বারের মতো এবারও সেরার সেরা।
গত পুজোতেও সুরুচি সঙ্ঘের থিম সঙ লিখেছিলেন মুখ্যমন্ত্রী। সেটাও ঘুরেছে মানুষের মুখে মুখে। এবার দুই তারকার উপস্থিতি আকর্ষণ বাড়িয়েছে। গানের ভিডিওতে পরম ঢাক বাজিয়েছেন, আর ঢাকের তালে ধুনুচি নাচ নেচেছেন নুসরত। গানে গানে বড় বাড়ির পুজোর দালান। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে।
আরও পড়ুন-দুর্ঘটনায় জখম ইংলিশবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান





























































































































