পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহরের নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম রাজডাঙ্গা নব উদয় সঙ্ঘের পুজো ।
এবারে তাদের থিম ‘ঠিকানা’। ফেদার কক এবং রকেটের মাধ্যমে দর্শনার্থীদের কাছে তারা তুলে ধরেছেন উদ্বাস্তুদের কাহিনী । থিম শিল্পী সুব্রত ব্যানার্জি জানিয়েছেন, একটা মানুষ যখন জন্মায় তখন তার অন্ন, বস্ত্র, বাসস্থানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু যখন তা দিতে পারে না তখন মানুষগুলোর পরিচয় হয় উদ্বাস্তু। ব্যাডমিন্টন রাকেটগুলি বিভিন্ন দেশের প্রতীক। 35 বছরের এই মন্ডপে এলে এখানকার শিল্প নৈপুণ্য আপনার মনকে নাড়া দেবেই। এনআরসি নিয়ে সারা দেশে যখন জল্পনা তুঙ্গে, তখন এই পুজোর মণ্ডপ সজ্জা এবারে দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ।
আরও পড়ুন-ধর্মের ভিত্তিতে বিভেদ মানে না ভারতীয় সংবিধান: অমিত