পুজোর আগেই টাকা তুলতে না পেরে ডাকঘরের মধ্যেই বিক্ষোভে সামিল গ্রাহকরা। মঙ্গলবার, ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার কানাইপুর ডাকঘরে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ডাকঘরে টাকা তুলতে পারছেন না তাঁরা। দুদিন পরেই ডাকঘরে পুজোর ছুটি। সেই কারণে এসময়ে টাকা না পেলে, তাঁদের কী হবে? সেকথা ভেবেই বিক্ষোভ দেখান গ্রাহকরা। অবিলম্বে তাঁদের টাকা দেওয়ার দাবিও জানানো হয়। এবিষয়ে পোস্টমাস্টার দেবাশিস চক্রবর্তী বলেন, তিনি নতুন কাজে যোগ দেওয়ায়, এখনও পর্যন্ত অ্যাকাউন্টের নয়া পাসওয়ার্ড জেনারেট হয়নি। সেই কারণেই সমস্যা হচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ূন – পুজোয় টালা ব্রিজে বাস চলাচল ও বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে বৈঠক






























































































































