শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণে 370 ধারা রদ, কলকাতায় বললেন অমিত শাহ ।
শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন মোদি।
বাংলায় পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা করুন ।
পশ্চিমবঙ্গবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই।
এবার বাংলায় বিজেপি সরকার হবেই।
300 আসন অতিক্রমে বাংলার ভূমিকা গুরুত্বপূর্ণ।
বিজেপির ওপর লাগাতার সন্ত্রাস হচ্ছে।
আড়াই কোটি মানুষ বিজেপি পক্ষে ভোট দিয়েছেন।
18 টি আসন দিয়ে বঙ্গবাসী বুঝিয়ে দিয়েছেন বাংলায় পরিবর্তন চান।
বাংলায় 40 শতাংশ ভোট পেয়েছে বিজেপি।
তবুও বিজেপির ওপরে সন্ত্রাস চলছে।
হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
গত চার মাসে 30 জন বিজেপি কর্মী খুন হয়েছেন।
নাগরিকত্ব বিল আনবে মোদি সরকার ।
তৃণমূল বিরোধিতা করলেও বিল আসবেই।
এনআরসি নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে।
অনুপ্রবেশকারীদের’ ভোট ব্যাঙ্ক বানিয়েছেন মমতা। একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেবো না।
অনুপ্রবেশকারীদের’ তাড়াবো শরণার্থীদের নাগরিকত্ব দেবো।
দেশের নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশকারীদের তাড়াতেই হবে।
হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।
বৌদ্ধ, জৈন শরণার্থীদের ও যেতে হবে না।
নাগরিকত্ব সংশোধনী বিল আসবেই।
একসময় সংস্কৃতির পীঠস্থান ছিল বাংলা।
সিপিএম ,কংগ্রেস, তৃণমূল কে অনেক সুযোগ দিয়েছি।
একসময় অনুপ্রবেশকারীদের নিয়ে সংসদে সরব ছিলেন মমতা নিজেই।
সেই পুরনো ফুটেজ একবার দেখুন মমতা।
একুশে বাংলায় মোদির নেতৃত্বে বিজেপি সরকার।
একবার বিজেপিকে সুযোগ দিন।
বাংলাকে ফের সোনার বাংলা করব।
বাংলায় পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা করুন।






























































































































