রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন IAS রাজীব সিনহা। বিদায়ী মুখ্যসচিব মলয় দে’র কর্মজীবনের শেষ দিন ছিলো সোমবার ।
2017 সালের 30 জুন মুখ্যসচিবের দায়িত্ব নেন মলয় দে। 2 বছরেরও বেশি সময় এই গুরুদায়িত্ব সামলেছেন 1985 ব্যাচের মলয় দে। মলয় দে-র থেকে 1 বছরের নবীন রাজীব সিনহা 1986 ব্যাচের IAS ক্যাডার। এতদিন অতিরিক্ত মুখ্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। অবশেষে রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদের ভার নিলেন তিনি।
সোমবার কর্মজীবনের শেষ দিনে কর্মীদের শুভেচ্ছায় আপ্লুত হন বিদায়ী মুখ্যসচিব মলয় দে। বিকেলে তাঁর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন রাজীব সিনহা। মঙ্গলবার থেকে তিনিই এ রাজ্যের প্রশাসনের শীর্ষকর্তা।































































































































