পুজোর দিন গুলোর কথা মাথায় রেখে নতুন এক প্রযুক্তি নিয়ে আসা হল কলকাতা পুলিশের তরফ থেকে। পুজোর সময় কোথায় যানজট, কোথায় পার্কিং তার সমস্ত তথ্য পাওয়া যাবে এবার থেকে গুগল ম্যাপে। এছাড়াও প্রতি বছরের মতো এবছরও থাকছে আইওসি পুজোর গাইড। শিশুদের জন্য পুলিশের তরফ থেকে দেওয়া হবে চিলড্রেন্স ব্যাচ। প্রায় 1 লক্ষ ব্যাচ দেওয়া হবে সাধারণ মানুষকে।
লালবাজারে সাংবাদিক বৈঠক করে জানান কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা। ছিলেন জয়েন্ট সিপি হেড কোয়ার্টার জাভেদ শামিম, জয়েন্ট সিপি ট্রাফিক অখিলেশ চতুর্বেদী, জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা সহ লালবাজারের উচ্চ পদস্থ আধিকারিকরা। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আত্মপ্রকাশ করা হয় ট্রাফিকের annual review bulletin এর।































































































































