আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেইমতো রবিবার ভোর থেকেই তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা সহ আশপাশের অঞ্চলে ভোর থেকেই আকাশ কালো। দফায় দফায় ভারী ও মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। কলকাতার বেশ কয়েকটি জায়গা জলমগ্ন। এই পরিস্থিতিতে মাথায় হাত ক্রেতা-বিক্রেতার। পুজোর আগে 29 তারিখই শেষ রবিবার। একেই টানা বৃষ্টিতে এবার জমে উঠছে না পুজোর বাজার। বিশেষ করে পসরা সাজিয়ে বসতে পারছেন না ফুটপাতের বিক্রেতারা। এই পরিস্থিতিতে আজকেই শেষ রবিবার আশা ছিল ভালো ব্যবসার। ছুটির অভাবে যাঁরা পুজোর বাজার করতে পারেননি, তাঁরাও এই শেষ রবিবারকে পছন্দের জিনিস কেনার জন্য ঠিক করেছিলেন। কিন্তু সকাল থেকে আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে তাঁদের পুজোর শপিংয়ের প্ল্যান এখনও অনিশ্চিত।
আগামী ২৪ ঘণ্টয় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকে বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। রবিবারেও তার খামতি নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং-সহ আশপাশের অঞ্চলে লাগাতার বৃষ্টি হচ্ছে।
এমনিতেই পুজোর বাজারে বিকিকিনি খুব খারাপ দাবি ব্যবসায়ীদের। এর মধ্যে লাগাতার বৃষ্টি। দুয়ে মিলিয়ে চিন্তার ভাঁজ ক্রেতা-বিক্রেতা দুই তরফের কপালেই।






























































































































