বাহানা দিয়েও মুকুল ঠেকাতে পারলেন না এলগিনের ফ্ল্যাটে ‘রি-কনস্ট্রাকশন’

0
4

নারদ-তদন্ত CBI-এর হাতে আসার পরই তদন্তকারীরা ফুটেজে দেখানো টাকা নেওয়ার স্থানগুলিতে ‘রি-কনস্ট্রাকশন’ করতে শুরু করেছিলো। পর্যায়ক্রমে অন্যতম অভিযুক্ত মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটেও একইভাবে ঘটনার

পুনর্গঠন বা পুনর্নিমাণ করতে চায়। কিন্তু মুকুল রায় সে সময় জানিয়েছিলেন, ওই ফ্ল্যাটটি তাঁর নয়। ফ্ল্যাটটি তিনি ছেড়ে দিয়েছেন। ফ্ল্যাট এখন তাঁর হাতে নেই। ফলে অন্য স্থানগুলিতে সম্ভব হলেও এলগিনের এই ফ্ল্যাটে CBI ঘটনার পুনর্গঠন বা পুনর্নিমাণ করতে পারেনি। এরপর দীর্ঘ সময় ফ্ল্যাটটি বন্ধ থাকে। বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন পর সম্ভবত কোনও মহলে কথাবার্তা বলেই ফের ফ্ল্যাটের তালা খোলেন মুকুলবাবু এবং ব্যবহার করাও শুরু করেন। মুকুলের ধারনা ছিলো, এই ফ্ল্যাটে CBI-হানা হবেনা।

কিন্তু এরকম আর থাকলো না। সেই এলগিনের ফ্ল্যাটেই রবিবার CBI ঘটনার পুনর্গঠন করেছে। এই পুনর্গঠনের সময় হাজির করা হয়েছিলো হেফাজতে থাকা পুলিশকর্তা মির্জা এবং ডাকা হয়েছিলো মুকুল রায়কে। এই মুকুলই প্রথমে CBI-কে জানিয়েছিলেন, ফ্ল্যাটের দখল আর তাঁর হাতে নেই। তিনি ছেড়ে দিয়েছেন। অথচ কয়েকমাস পর সেই মুকুল রায়ই ‘নিজের ফ্ল্যাটের’ দরজা নিজেই খুলে দিলেন CBI তদন্তের জন্য। প্রশ্ন উঠেছে, তাহলে সেদিন মুকুল রায় অসত্য তথ্য কেন দিয়েছিলেন CBI-কে ?