রাষ্ট্রপুঞ্জে ইমরানের পরমাণু যুদ্ধের হুমকির জেরে ফের উপত্যকায় শুরু নিয়ন্ত্রণের কড়াকড়ি

0
3

রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পরমাণু যুদ্ধের হুমকির জেরে ফের উপত্যকায় শুরু নিয়ন্ত্রণের কড়াকড়ি। এমনকি, অতিরিক্ত নিরাপত্তাবাহিনীও মোতায়েন করা হয়েছে । এরই পাশাপাশি, দু’টি ঘটনায় 6 জঙ্গি এবং এক সেনা জওয়ানের মৃত্যুতেও উত্তেজনা বেড়েছে। সব মিলিয়ে ফের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে।গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে গিয়ে ইমরান কার্যত ভারত-পাক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 130 কোটির দেশ ভারতের বাজারকে তোষণ করবে, নাকি নিরপরাধ মানুষকে সাহায্য করবে, সেটা আন্তর্জাতিক গোষ্ঠীকে ভেবে দেখতে হবে। সেটা না হলে ভালর আশা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকতে হবে।


এরপরই শুক্রবার রাত থেকেই নতুন করে অশান্তি ছড়াতে শুরু করে উপত্যকায়। একাধিক জায়গায় ইমরান খানের সমর্থনে স্লোগান দিয়ে মিছিল হয়। কাশ্মীরের স্বাধীনতাও দবি করেন তাঁরা। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কার্ফু জারির পাশাপাশি মোবাইল, ইন্টারনেট এবং ল্যান্ড ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় যানবাহন চলাচলের উপরেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে নতুন করে। শনিবার নিরাপত্তা বাহিনীকে মাইকে এই বিষয়ে ঘোষণা করতেও দেখা গিয়েছে।