অনেকে তাঁকে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি বললেও সম্প্রতি কিছু ম্যাচে যেভাবে তিনি বিপক্ষ দলের কাছে সহজেই আত্মসমর্পণ করেছেন, তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে। কিন্তু এমন সময় তাঁর পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যত দিন যাবে তত ঋষভের উন্নতি হবে বলে আশাবাদী তিনি।
এ প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘পন্থের ব্যাট বাছাই নিয়ে অনেক কথা হচ্ছে। এটা এখন ঠিক। সবাইকে বুঝতে হবে যে, ও এখন শিক্ষা নেবে এবং সেটাই পরবর্তীকালে কাজে লাগাবে।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই ধোনির বিকল্প হিসেবে নিজের ওপর আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর এবার তাঁর পাশে দাঁড়ালেন মহারাজ। এখন সকলের আস্থা 21 বছরের এই তরুণ তুর্কি রাখতে পারেন কিনা, সেটাই দেখার।






























































































































