মহালয়ার দিন সুখবর খাদ্যরসিক বাঙালির জন্য! এপার বাংলার জন্য উপহার পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সাত বছর বাংলাদেশের উপহার হিসেবে এপার বাংলার বাজারে আজ থেকেই ঢুকতে চলেছে ৫০০ টন ইলিশ।
বেনাপোল সীমান্ত পেরিয়ে পূর্ববঙ্গের শরতের বাতাসের সঙ্গেই সেই সরকারি বার্তা ইতিমধ্যেই এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের ইলিশপ্রিয় বাঙালির অঙ্গনে। আজ, শনিবারেই প্রথম খেপে রাজ্যে পা রাখছে পদ্মার ইলিশ। মোট ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশের মৎস্য মন্ত্রক।
বেনাপোল শুল্ক দপ্তরের ক্লিয়ারিং এজেন্ট সংগঠন সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই বাংলাদেশ থেকে ইলিশ ঢুকবে ভারতে। ১০ অক্টোবরের মধ্যে ৫০০ টন ইলিশ আমদানি হবে। ৫০০ টন সম্পূর্ণ হয়ে গেলেই তা অবশ্য বন্ধ হয়ে যাবে।































































































































