আগামী সোমবার হাইকোর্টে ফের কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি হবে । এরই মাঝে বড়োসড়ো পদক্ষেপ নিল সিবিআই। রাজীবের খোঁজে এবার সিআরপিএফের সাহায্য নিতে চলেছে সিবিআই। শনিবার সিআরপিএফ ক্যাম্পে এই বিষয়ে সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষন বৈঠক করেন। এবং সূত্রের খবর ওই বৈঠকে আপাতত রাজীবের খোঁজে তল্লাশি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরং জোর দেওয়া হবে তথ্য সংগ্রহে। দেখা হবে যাতে কোনও আইনি ফাঁক না থাকে। এমনকি সোমবার হাই কোর্টে বিচারপতি কি নির্দেশ দেন, তার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে সিবিআই বলে জানা গিয়েছে ।