হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নয়া সভাপতি হয়েছন ভারতের প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন। আর নয়া দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েই আজহার জানিয়ে দিলেন যে, হায়দরাবাদ ক্রিকেটের সোনার সময় ফেরানোই একমাত্র লক্ষ্য তাঁর।
এর আগেও 2017 সালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হতে চেয়ে আবেদন করেছিলেন আজহার। কিন্তু টেকনিক্যাল কারণে তাঁকে বাতিল করা হয়েছিল। তবুও হার না মানা মনোভাব নিয়ে এগিয়ে যান ভারতের এই প্রাক্তনী। এবার তাঁর সেই ধৈর্য্য বৃথা গেল না। মোট 223টি ভোটের মধ্যে 147টি ভোট পেয়ে দাপটের সঙ্গে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মসনদে বসলেন তিনি।
আরও পড়ুন – টেস্ট ওপেনার হিসেবে ‘ফ্লপ’ রোহিত
ভারতকে অনেক দিন নেতৃত্ব দিয়েছেন আজহার। আর এবার এইচসিএ-র ব্যাটন ধরলেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান লক্ষ্য হল, হায়দরাবাদ ক্রিকেটের সুসময় ফেরানো। গত তিন বছরে অনেক ভুগতে হয়েছে আমাদের। যদিও কাজটা সহজ নয়। তবে আমরা অতীতের গৌরব ফেরাতে কঠোর পরিশ্রম করব। যেহেতু প্যানেলের পুরোপুরি সমর্থন রয়েছে,, সেহেতু আমরা একটানা কাজ করে যেতে পারব।’
প্রসঙ্গত, বাইশ গজে সফলতার পর সিএবির প্রশাসকের ভূমিকায় একইভাবে সফল হয়েছেন ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আজহার এবার এইচসিএ-র প্রশাসকের ভূমিকা সফলভাবে পালন করতে পারেন কিনা, সেটাই দেখার।
আরও পড়ুন – ভেজা পিচে প্র্যাকটিসের ভিডিও পোস্ট সচিনের






























































































































