আজ উত্তর থেকে পুজো উদ্বোধন শুরু মমতার, পদযাত্রাও?

0
1

আজ শুক্রবার থেকেই তাঁর পুজো পরিক্রমা শুরু। শুক্রবার বিকেলে উত্তরের হাতিবাগান সার্বজনীন ও চালতাবাগান লোহাপট্টি। হাতিবাগান থেকে চালতাবাগান পদযাত্রাও করতে পারেন নেত্রী। তারপর দক্ষিণে হিন্দুস্তান ক্লাব। কাল শনিবার নজরুল মঞ্চে জাগো বাংলা শারদ সংখ্যা উদ্বোধন। সঙ্গে মমতারই লেখা গানের অ্যালবাম “মা” প্রকাশ। তারপর আবার উদ্বোধন শুরু। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন থেকে পরপর ঘুরে শেষে ববির চেতলা অগ্রণীতে ঠাকুরের চোখ আঁকবেন মমতা। রবিবার সুব্রত মুখোপাধ্যায়ের একডালিয়া থেকে অরূপের সুরুচি। সেখানে আবার মমতার লেখা থিম সং।