রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি মুলতুবি, ফের সোমবার শুনবেন বিচারপতি

0
2

তিন দিনেও রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি শেষ হলনা কলকাতা হাইকোর্টে। শুক্রবার সকালে ফের শুরু হয়েছিল মামলার শুনানি। এ দিন সিবিআইয়ের আইনজীবীরা রাজীবের আবেদনের বিরোধিতা করেন । কিন্তু দুপুর দেড়টায় বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চ জানিয়ে দেন যে আজকের মতো এই মামলার শুনানি মুলতবি থাকবে। তারা এই মামলার শুনানি হবে আগামী সোমবার অর্থাৎ 30 সেপ্টেম্বর । আগামীকাল শনিবার মহালয়ার জন্য এবং পরদিন রবিবার হওয়ায় আদালত বন্ধ থাকবে । সেখানেও কিন্তু একটি বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। অসমর্থিত সূত্রে খবর, রাজীব তার ছুটির মেয়াদ 25 তারিখ থেকে বাড়িয়ে 30 তারিখ করেছেন। সেক্ষেত্রে যদি 30 তারিখ মামলার শুনানি হয় এবং বিচারপতি কোনও রায় দেন, সেক্ষেত্রে রাজীব শিবির কী করবে সে নিয়ে কিন্তু এখনই শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন – রাজীব মামলার শুনানি শেষ, ফের শুনানি সোমবার