নিক কি নিজেকে পালটে ফেললেন প্রিয়াঙ্কার জন্য?

0
1

হ্যাঁ। ঠিক এমনটাই শোনা যাছে। নিক নিজেকে পালটে ফেলেছেন শুধুমাত্র প্রিয়াঙ্কার জন্য। তাঁর জন্ম মার্কিন মুলুকে হলেও তিনি মনের দিক থেকে নাকি পাঞ্জাবি মনে করেন। তিনি বলিউডকে যেমন পছন্দ করেন, তেমনই গান শুনতেও খুব ভালোবাসেন। নিক জোনাসকে নিয়ে এমনই বললেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, নিক মনের দিক থেকে পঞ্জাবি। মঞ্চে গান গাইতে ওঠার আগে বিভিন্ন ধরনের হিন্দি গান শুনেই তিনি মঞ্চে ওঠেন। হিন্দি রেডিও স্টেশন ঘুরিয়ে ঘুরিয়েও নিক একের পর এক বলিউডের গান শোনেন। শুধু তাই নয়, বিয়ের আগে যখন নিক ভারতে আসতেন, তখন থেকেই নিক এই দেশকে ভালবেসে ফেলেছেন।

আরও পড়ুন-রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি মুলতবি, ফের সোমবার শুনবেন বিচারপতি