রাষ্ট্রসংঘের 74 তম সাধারণ অধিবেশনের বক্তৃতাতেও ‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস’-এর মন্ত্র শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে পাক জঙ্গি মদতের কথা সরাসরি উচ্চারণ না করেও সতর্ক করে দিলেন সন্ত্রাসের বিপদ সম্পর্কে। মোদির কথায়, গণতন্ত্রই আমাদের শক্তি। জনকল্যাণ থেকে জগৎকল্যাণ ভারতের পথ। ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়। ইতিবাচক ও গঠনমূলক পথে বিশ্বের বড় সমস্যাগুলির মোকাবিলায় বিশ্বাসী ভারত। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাসবাদ মানবতাবিরোধী। সন্ত্রাস রুখতে গোটা বিশ্বকে একজোট হতেই হবে। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করতে গিয়ে নরেন্দ্র মোদি স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার প্রসঙ্গ টেনে বলেন, বিভাজন নয়, চাই ঐক্য ও শান্তি।































































































































