শরদ পাওয়ার ইডি দফতরে যাওয়ার আগেই ইডির ফোন তাঁর কাছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কর্তারা তাঁকে বলেন, “আজ আপনাকে আসতে হবে না। পরে যদি কোনও দরকার হয়ে আপনাকে ডেকে নেব। পাওয়ার সাংবাদিকদের বলেন, আমি আজই যেতে চেয়েছিলাম। কারণ সামনের মাসে রাজ্যে ভোট। আমি প্রচারে ব্যস্ত হয়ে পড়ব। তদন্তকারীদের আমি জানিয়েছি, এই সময়ে আমার পক্ষে যাওয়াটা মুশকিল।”
আরও পড়ুন – নর্দমায় যুবকের রক্তাক্ত দেহ
































































































































