সাংগ্রিলায় জমজমাট সিটি কলেজ

0
3

পুজোর ছুটির আগে কলেজ ফেস্ট সিটি কলেজের ঐতিহ্য। ‘সাংগ্রিলা’ শুধু সিটি কলেজ নয়, উত্তর কলকাতার অনেক কলেজের ছাত্র-ছাত্রীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার ছিল আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজের ফেস্টের 25 বছর পূর্তি। তাই জমজমাট অনুষ্ঠান। উৎসবের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ছিল নবীনবরণ।

কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অর্ক দাসের মতে, সাংগ্রিলার চারটে দিন তাঁদের কাছে দুর্গাপুজোর থেকে কোনও অংশে কম নয়। এই দিনগুলোই তাঁদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী।


বৃহস্পতিবার, ছিল প্রথমদিন অর্থাৎ ষষ্ঠীর বোধন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। বর্তমান পড়ুয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরা।
প্রথমদিনের আকর্ষণ ছিল ঢাকের তালে ধুনুচি নাচ। এছাড়াও ছিল ক্যুইজ কনটেস্ট। যেখানে ক্যুইজ মাস্টারের ভূমিকায় ছিলেন সাংবাদিক কুণাল ঘোষ। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল।

ছবি- প্রকাশ পাইন