মুখ্যমন্ত্রীর মানবিক মুখ আর জনসংযোগ সবসময়ই রাজ্যের মানুষের নজর কেড়েছে ।ফের আবার এমন দৃশ্যের দেখা মিলল পশ্চিম মেদিনীপুরে। ডেবরা অডিটরিয়ামে প্রশাসনিক বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী যখন ফিরছেন, রাস্তার পাশে ভ্যান রিকশায় দেখা মিলল এক বৃদ্ধ দম্পতির। মুখ্যমন্ত্রীর নির্দেশে ততক্ষণে থেমে গেছে তার কনভয়। নিজের গাড়ি থেকে নেমে মমতা উপস্থিত সেই বৃদ্ধ দম্পতির কাছে। আর মুখ্যমন্ত্রী কে সামনে দেখে তখনও বিস্ময়ের ঘোর কাটেনি প্রসেনজিৎ সেনা নামে ওই অশীতিপর বৃদ্ধের।
মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তরে তিনি জানান, মাথাগোঁজার ঠাঁই না থাকায় দিন কাটছে তাদের ভ্যান রিকশায় । যদি তাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যায় সেই অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী জেলাশাসক রেশমি কামালকে নির্দেশ দেন বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার । ভিড়ের মাঝে দাঁড়িয়ে ছিল এক ছাত্রী। সুযোগ বুঝে সেও তার অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী কে জানিয়ে বসে। সে বলে, কন্যাশ্রী প্রকল্পের কোনও সুযোগ এখনও পর্যন্ত সে পাইনি। এই বিষয়টিও মুখ্যমন্ত্রী দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এহেন জনসংযোগ ও মানবিক মুখ দেখে উপস্থিত মানুষ তখন মুগ্ধ।
আরও পড়ুন-মঞ্চ মাতিয়ে রবিবার শেষ নিজস্ব অভিনয়ে ব্রাত্যর “মীরজাফর”






























































































































