শিল্পী সংগঠনের ভোটে বিজেপিকে ২১-০ আসনে পরাজিত করল তৃণমূল কংগ্রেস। চলচ্চিত্র কলাকুশলী ও টেকশিয়ানদের সংগঠন ইম্পায় তৃণমূল সমর্থিত সব প্রার্থীরা জিতলেন। আর এই জয়ের অন্যতম স্থপতি অবশ্যই মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি অভিনন্দন জানিয়েছেন সকলকেই।
টলিউড দখলে নেমে বেশ কিছু শিল্পীকে মাঝে মধ্যেই দলে টেনেছিল বিজেপি। তিনটি সংগঠন তৈরি হয়। মুকুল ঘনিষ্ঠ শঙ্কুদেব পন্ডাকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। অন্যটি অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া টেলি সিনে টেকনিশিয়ান অ্যান্ড আর্টিস্ট ফেডারেশন, যার দায়িত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। আবার অঞ্জনা বসুরও একটি সংগঠন ছিল। এই তিন সংগঠনকে এক করে ভোটে নেমেছিল বিজেপি। তিন সংগঠনকে একত্রিত করে নাম দেওয়া হয় খোলা হাওয়া। সার্বিক দায়িত্ব দেওয়া হয় বাবুল সুপ্রিয়কে। কিন্তু ২১ আসনের সব কটিতেই হেরে যায় খোলা হাওয়া সংগঠন। ফলে টলিপাড়া আপাতত সবুজে সবুজ।
আরও পড়ুন-“জীবনের সবচেয়ে খুশির দিন”, মন্তব্য ম্যাথুর




























































































































