“অনেক আগেই মির্জাকে গ্রেফতার করা উচিত ছিল” : সোমেন

0
4

অনেক আগেই এসএমএইচ মির্জাকে গ্রেফতার করা উচিত ছিল। দেরিতে হলেও এটা যে হয়েছে, সেটাই ভালো। বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপারের গ্রেফতারের পর এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার, দুপুরে নিজাম প্যালেসে হাজিরার পর মির্জাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধেয় সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে, তাঁকে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সোমেন মিত্র বলেন, আইনের চোখে সবাই সমান। সিবিআই কেন এত দেরি করল সেটাই বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেন সোমেন। একজন পুলিশকর্তা হিসেবে এসএমএইচ মির্জা কি জানতেন না ওইভাবে টাকা নেওয়া যায় না? এই প্রশ্নও তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।