প্রধান বিচারপতির নির্দেশে এবার হাইকোর্টে নিষিদ্ধ প্লাস্টিক

0
2

‘সিঙ্গল-ইউজ প্লাস্টিক’ বা একবার ব্যবহারযোগ্য যে কোনও রকমের প্লাস্টিকের ব্যবহার কলকাতা হাইকোর্ট ও তার দুই সার্কিট বেঞ্চে নিষিদ্ধ করা হল। হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণাণের জারি করা এই নির্দেশ আদালত প্রশাসন দ্বারা অনুমোদিত হওয়ায় ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে।

আন্দামান ও নিকোবর সার্কিট বেঞ্চ এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেও এই নির্দেশ অনুসৃত হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রবীন্দ্রনাথ সামন্ত জানিয়েছেন, এই উদ্যোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টে ৪৫ মিনিটে ‘সেসকিউসেন্টিনারি বিল্ডিং’-এ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।