সুশাসনের হাতিয়ার সোশ্যাল মিডিয়া, মনে করেন মোদি

0
4

রাষ্ট্রসংঘের কর্মসূচিতে এসে সোশ্যাল মিডিয়ার সুফল শোনালেন ভারতের প্রধানমন্ত্রী। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, সোশ্যাল মিডিয়া গণতন্ত্র ও সুশাসনের হাতিয়ার হয়ে উঠেছে। প্রশাসনিক প্রধান হিসাবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ঘটনার কথা জেনেছি। তা নিয়ে পদক্ষেপও করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে ভুয়ো খবর ছড়ানো নিয়েও সতর্ক করেছেন মোদি। তাঁর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় কোনও খবর দেখলে তার সত্যতা যাচাই করে নেওয়া উচিত। কারণ অনেক সময় সংগঠিতভাবে ভুয়ো খবর ছড়ানো হয়। তাই যে কোনও তথ্য সামনে এলেই তা ফরোয়ার্ড করার প্রবণতাও প্রযুক্তি দিয়েই রুখতে হবে।