তুচ্ছ কারণ। আর তা নিয়ে ধুন্ধুমার মেদিনীপুর লোকালের মহিলা কামরা। হাওড়া-মেদিনীপুর লোকালের মহিলা কামরায় প্রথমে সিট রাখা নিয়ে দুই মহিলার মধ্যে বচসা শুরু হয়। ঝগড়া শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয়। বাগনানের বাসিন্দা এক মহিলা প্রথমে জুতো দিয়ে এক তরুণীকে মারেন এবং পরে তাঁর হাত ভেঙে দেন বলে অভিযোগ।
এরপরেই অভিযুক্ত মহিলা, কামরার সকলের উপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। সকলে মারতে উদ্ধত হন তিনি। সঙ্গে অশ্রাব্য ভাষায় কটূক্তি করেন। সেই সময় বাউরিয়ার বাসিন্দা তাহিদা খাতুন নামে এক তরুণী সাঁতরাগাছি জিআরপি-তে ফোন করেন। এরপর সাঁতরাগাছি স্টেশনে মহিলা পুলিশ কামরায় উঠে অভিযুক্ত মহিলা ও তাঁর দিদিকে নিয়ে যান। তবে, ট্রেনের কামরায় সিট দখল নিয়ে কোনও যাত্রী কারও হাত ভেঙে দিতে পারেন, এই ঘটনায় হতভম্ব সকলে।
আরও পড়ুন-অ্যান্টাসিড জিনট্যাক বিক্রি বন্ধ করছে জিএসকে






























































































































