রতুয়ায় বানভাসি প্রায় ৪ হাজার পরিবার!

0
2

গঙ্গা আর ফুলহার দুই নদীর জলে প্লাবিত রতুয়া ১ ব্লকের মহানন্দাটোলা এবং বিলাইমারি দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা। এই দুই গ্রাম পঞ্চায়েতে ভোররাত থেকে জল ঢুকে প্রায় সব এলাকায় জল থৈথৈ করছে। এরমধ্যে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বানভাসি প্রায় ৪ হাজার পরিবার।

আরও পড়ুন-বিধান রায়ের অজানা কিছু কথা জেনে নিন