আজ বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে উলুবেড়িয়া পৌরসভার অ্যাকাউন্টস বিভাগে। জানা গিয়েছে, এদিন ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ পৌরসভার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের জেরে ওই বিভাগের কম্পিউটার, এসি, দরকারি কাগজপত্র পুড়ে গিয়েছে। দমকল কর্মীদের অনুমান কম্পিউটার থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।
পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, আগুনে কম্পিউটার ও এসি ছাড়াও বেশ কিছু নথিপত্র পুড়ে গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।






























































































































