নিয়ম মাফিক টহলদারির সময়, অশোকনগর থানার পুলিশ বিড়া পাটডাঙা এলাকা থেকে এক সন্দেহজনক যুবককে আটক করে। তল্লাশিতে তাঁর থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃতের নাম আজাদ হোসেন। তাঁর বাড়ি বিড়া জয়পুল মাঠপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত স্বীকার করে ডাকাতির উদ্দেশ্যেই পাইপগান নিয়ে ঘুরছিলেন। পাশাপাশি, এক কুখ্যাত দুষ্কৃতীকেও গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম রহিম মণ্ডল। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ৷ এই দুজনের মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া






























































































































