ধোনির পাশে দাঁড়ালেন যুবরাজ

0
2

মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ কী? এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্দরে কান পাতলে এই প্রশ্নই শোনা যাবে। বিশ্বকাপের পর এখনও পর্যন্ত দেশের জার্সিতে দেখা যায়নি ধোনিকে। তিনি নিজেই বিশ্বকাপের পর দু’মাসের বিরতি নিয়েছিলেন। কিন্তু সেই বিরতি শেষে এখনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ব্যাট হাতে দেখা যায়নি বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এমনকি শোনা যাছে ডিসেম্বরের আগে মাঠে নামতে দেখা যাবে না ধোনিকে। তাহলে কি তাঁর অবসর আসন্ন? তবে ভারতের প্রাক্তন অধিনায়কের অবসর প্রসঙ্গ নিয়ে যে চর্চা চলছে, তা একেবারে না পসন্দ যুবরাজ সিংয়ের।

ধোনি-যুবির দ্বন্দ্ব নিয়ে আগেও আলোচনা হয়েছে। এমনকি যুবির বাবাও মাহির বিরুদ্ধে বহুবার সোচ্চার হয়েছেন। কিন্তু যুবির গলায় অন্য সুর শোনা গেল। যুবরাজ বলেন, ‘ধোনি যদি এখনও খেলে যেতে চান, তাহলে ওর সিদ্ধান্তকে সবার সম্মান করা উচিত। ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। ও দেশের অন্যতম সফল অধিনায়ক। তাই ওকে সকলের সময় তো দিতেই হবে।’ এভাবেই ধোনির পাশে দাঁড়ালেন যুবি।

আরও পড়ুন – সুইডিশ তরুণীকে সমর্থন করায় ট্রোলড হলেন রোহিত