ফের ডেঙ্গুতে জোড়া মৃত্যু রাজ্যে। নিয়ন্ত্রণে আসছে না অশোকনগর হাবড়ার পরিস্থিতি। ডেঙ্গুতে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাসপাতাল গুলিতে।
এক গৃহবধূর মৃত্যুতে শোকাহত পরিবার। মৃত গৃহবধূর নাম পূর্নিমা হালদার(৩৫)। বাড়ি অশোকনগর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নিচু কয়াডাঙ্গা এলাকায়।
পরিবার সূত্রে খবর, গত শুক্রবার অশোকনগর হাসপাতালে ভর্তি তিনি হন। সেখানেই রক্ত পরীক্ষায় ডেঙ্গুর জীবাণু মেলে। পরবর্তীতে অবস্থার অবনতি হলেও রবিবার আর জি কর হাসপাতালে রেফার করে দেওয়া হয়। বুধবার সকাল পাঁচটা নাগাদ মারা যান।
আরও পড়ুন-এনআরসি নিয়ে এবার সরব বামেরাও, মালদহের পথে বিক্ষোভ অশোকের






























































































































