ফের সক্রিয় বর্ষা, সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা

0
1

পূর্বাভাস অনুযায়ী ফের সক্রিয় বর্ষা। পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। নিশ্বাস ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। তার সঙ্গে তাল মিলিয়ে চলছে পুজোর কেনাকাটাও। এই চরম ব্যস্ততার মাঝে বর্ষার চোখরাঙানিতে সিঁদুরে মেঘ দেখছেন প্রতিমা শিল্পীরা। হাওয়া অফিস বলছে, আগামী দুদিন বৃষ্টির এই তীব্রতা বজায় থাকবে। তার পর বৃষ্টি কমে আসবে, কিন্তু একেবারে থামবে না। বর্ষা থাকবে, তাই দুশ্চিন্তা বাড়ছে পুজো নিয়েও।
হাওয়া অফিস জানিয়েছে , কলকাতা এবং সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি হবে। শুধু কলকাতাতেই নয়— হাওড়া, দুই 24 পরগনাতেও প্রবল
বৃষ্টির সম্ভাবনা রয়েছে।