শতাব্দী প্রাচীন দুর্গাপুজোর জৌলুস এখন শহর ছাড়িয়ে গ্রামের উৎসবেও। কাশের বনের নির্মল হাওয়ায়, বিশুদ্ধ পরিবেশে, দূষণের জৌলুস থেকে বেরিয়ে এসে সেখানকার পুজোর দিনগুলো কাটে সহজ সরল আনন্দ উৎসবে।এমনই এক ঐতিহ্যবাহী হাওড়া জয়পুর থানার অন্তর্গত কাঁকরোল গ্রামের বালিয়াল পরিবারের দুর্গাপুজো।যে পুজোয় থাকে নিষ্ঠা আর সাবেকিয়ানার এক অদ্ভূত নিদর্শন।
এই পুজো 119 বছরে পা দিল।পরিবার সূত্রে জানানো হয়েছে, স্বর্গীয় এলোকেশী দেবী 119 বছর আগে নিজের উদ্যোগে এই পুজো শুরু করেছিলেন। প্রথা মেনে এখনও বালিয়াল পরিবারের বংশধররা এই পুজো চালিয়ে যাচ্ছেন। এলোকেশী দেবীর প্রপৌত্র বর্তমানে এই পুজো করছেন। পরিবারের একজন প্রবীণ সদস্য শিবরাম বালিয়াল জানান, যদিও সেই জৌলুস এখন অতটা নেই তবে যতটা সম্ভব আড়ম্বর বজায় রেখে আগামী দিনেও যাতে এই পুজো করে যেতে পারেন সেই চেষ্টা করে যান তাঁরা।
এই বালিয়াল বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হয় একটি পুকুরেই হয়।এমনকি প্রথা মেনে বালিয়াল পরিবার দশমীর দিনই দেবীর বিসর্জন দেয়।
আরও পড়ুন-মঙ্গলে নয়, বুধবার হাইকোর্টে রাজীব মামলার শুনানি






























































































































