রাজনৈতিক টানাপোড়েনের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার, বণিকসভার একটা অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খুবই দয়ালু এবং নরম মনের মানুষ”। একইসঙ্গে তিনি জানান, সংবিধান রক্ষা করে রাজ্যের মানুষের জন্য কাজ করতে তাঁরা দুজনেই শপথ নিয়েছেন। একসঙ্গে কাজ করার বিষয়ে কথা বলে রাজভবনের সঙ্গে প্রশাসনের যে কোনও সংঘাত নেই সেই বার্তাই রাজ্যপাল দিতে চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আটকে থাকা এবং রাজ্যপালের তড়িঘড়ি সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে যেতে বারণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আচার্য হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন বলে পরে জানান রাজ্যপাল। এই নিয়ে রাজনীতিতে গত কয়েকদিন ধরেই মন্তব্য পাল্টা বক্তব্য শোনা গিয়েছে। কিন্তু বণিকসভার অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপালের এই মন্তব্য, সেই টানাপোড়েনে ইতি টানতে চাইছে বলে মত সব মহলের।
আরও পড়ুন-ফের এনআরসি আতঙ্কে আত্মঘাতী, মৃতের পরিবারের পাশে তৃণমূল বিধায়ক
































































































































