মেদিনীপুরের কলেজ মোড়ের পাশাপাশি মঙ্গলবার বর্ধমানের কার্জন গেট-এ বিশাল সমাবেশ করল সিপিএম। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
গোটা সেপ্টেম্বর মাস জুড়ে সিপিএম এবং তাদের শাখা সংগঠনগুলি রাজ্যজুড়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করছে। এর আগে সিপিএম-এর ছাত্র, যুব, মহিলা সংগঠন পথে নেমেছিল। এবার খোদ সিপিএম ময়দানে নেমেছে। সূর্যকান্ত মিশ্র- মহম্মদ সেলিমরা প্রতিদিনই সমাবেশ করছে।

এদিন বর্ধমানের এই সমাবেশে বিপুল জনসমাগম হয়েছিল। সেখান থেকে মহম্মদ সেলিম বলেন, “কেন্দ্রীয় সরকার এনআরসি, কল-কারখানা বন্ধ থাকে শুরু করে জনবিরোধী নীতি গ্রহণ করছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোক দেখানো বিরোধিতা করলেও মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না। আমরা এই আন্দোলনকে আরও মানুষের কাছে নিয়ে যাবো। পুজোর পরেই আন্দোলনের গতি আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “বিজেপি মানুষকে ধর্মের নামে, জাতের নামে, প্রান্তের নামে, ভাষার নামে ভাগ করছে। পিটিয়ে মানুষ মারছে। প্রতিবাদ করলেই ভালো হচ্ছে দেশদ্রোহী। হিটলারও চেয়েছিল মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে। লাল ঝান্ডাকে শেষ করে দিতে। হিটলার পারেনি। মোদিও পারবে না। পারবে না রাজ্য সরকারও।”





























































































































