মুখোমুখি হতে পারেন লুকা মদ্রিচ ও সুনীল ছেত্রী

0
2

মুখোমুখি হতে পারেম লুকা মদ্রিচ ও সুনীল ছেত্রী। ফিফার ফ্রেন্ডলি ম্যাচে এবার 2018 বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে পারে ‘ব্লু ব্রিগেড’। ফলে লুকা মদ্রিচ বনাম সুনীল ছেত্রীর পায়ের জাদু উপভোগ করবে আপামর ফুটবলপ্রেমী।

রবিবার ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি দাভর সুকেরের সঙ্গে আলোচনায় বসেছিলেন ফেডারেশন সচিব কুশল দাস। নভেম্বরে ভারতে আসতে পারেন সুকেরের। আর তখনই এই বন্ধুত্বপূর্ণ ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী বছর এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে।

আরও পড়ুন – রোনাল্ডোকে পিছনে ফেলে ফিফার “দ্য বেস্ট” মেসি