দক্ষিণবঙ্গে সক্রিয় নিম্নচাপ। তার জেরে মঙ্গলবারের মত বুধবারও ভারি বৃষ্টির সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি ও নদিয়ায় সতর্কবার্তা জারি থাকছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বুধবারের পর থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটবে।
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিবিঘ্নিত দিন কেটেছে কলকাতাতেও। শারদোৎসবের আগে প্রতিকূল আবহাওয়ার জন্য উৎসবের কেনাকাটায় ভাঁটা পড়েছে। স্বভাবতই উদ্বেগে ব্যবসায়ীরা। আশঙ্কায় কুমোরটুলির মৃৎশিল্পীরাও।





























































































































