রাজ্যে ফের এনআরসির আতঙ্কের বলি। মৃতের নাম শ্যামল রায় (42)। তাঁর বাড়ি জলপাইগুড়ির ধূপগুড়ির 15 নম্বর ওয়ার্ডের বর্মণ পাড়ায়। পুলিশ সূত্রে খবর, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতের পরিবারের দাবি, এনআরসি আতঙ্কে শ্যামলবাবু নথিপত্র খুঁজতে শুরু করেন। সেগুলি না পাওয়ার ফলেই আত্মঘাতী হন তিনি। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক মিতালি রায়।
আরও পড়ুন – বিক্ষোভের মুখে বাংলাদেশের সাংসদ






























































































































