আন্ডারওয়ার পরিয়ে ভরা বাজারে 13 অভিযুক্তকে ঘুরিয়ে অভিনব শাস্তি পুলিশের

0
1

হরিয়ানার কুখ্যাত এক দুষ্কৃতীকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় 13 জন অভিযুক্তকে আন্ডারওয়ার পরিয়ে জনবহুল বাজারে ঘোরানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বিক্রম গুজ্জর ওরফে পাপলা নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। চলতি মাসের শুরু দিকে তাকে গ্রেফতার করে রাজস্থানের আলোয়ার জেলার বেহরর থানার পুলিশ।

পাপলাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরই তার সঙ্গীরা থানায় হামলা চালায়। তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য জোর করে থানায় ঢুকে পড়ে তার অন্তত জনা 25 শাগরেদ। এরপর থানায় ঢুকে এলোপাথাড়ি গুলিও চালাতে থাকে ওই দুষ্কৃতীরা। তখন কর্তব্যরত পুলিশকর্মীদের কার্যত বন্দি করে থানার লকআপ ভেঙে পাপলাকে তারা ছাড়িয়ে নিয়ে চলে যায়।

ওই ঘটনায় পুলিশের তরফে বিশাল টিম গঠন করে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ 13 জনকে গ্রেফতার করে। রবিবার তাদের ‘শাস্তি’ দিতে বেহররের একটি জনবহুল বাজারে আন্ডারওয়ার পরিয়ে ঘোরানো হয়।

পুলিশ সুপার আমনদীপ সিং কাপুর ও সহকারি পুলিশ সুপার করণ শর্মা-সহ বিশাল বাহিনীর ঘেরাটোপে তাদের ঘোরানো হয়। যদিও পুলিশের তরফে জানানো হয়, ওই দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুঁড়ে কীভাবে পাপলাকে নিয়ে পালিয়েছিল, সেই ঘটনার পুর্ননির্মাণ করতেই তাদের বাজারে নিয়ে আসা হয়েছিল।

আরও পড়ুন-মঙ্গলে নয়, বুধবার হাইকোর্টে রাজীব মামলার শুনানি