মাদাম তুসোতে এবার দীপিকার পাশেই রণবীরের মূর্তি

0
1

লন্ডনে মাদাম তুসোর মোমের মিউজিয়ামে এবার দেখা যাবে রণবীর সিংকে। এর আগে এই মিউজিয়ামে দীপিকা পাড়ুকোনের মোমের মূর্তি বসানো হয়েছে। শোনা যাচ্ছে, স্ত্রীয়ের মূর্তির পাশেই নাকি রণবীরের মূর্তি থাকবে। আইফা পুরস্কারের মঞ্চে রণবীর নিজেই এই খবর দিয়েছেন।

বলিউডেও এই তারকা বলেছেন, ‘স্ত্রীয়ের পাশে এবার আমার পুতুল থাকবে। বাহ! দীপিকার মূর্তি উন্মোচনের সময় আমি ওখানে ছিলাম। আমার স্ত্রীয়ের মূর্তিটি খুবই সুন্দর। ওই মিউজিয়ামে মর্গান ফ্রিম্যানের মূর্তিটি আমার সবচেয়ে প্রিয়। ইংল্যান্ডে আমার মূর্তি! ভারতীয় হিসেবে গর্ব অনুভব করছি।’

প্রসঙ্গত, চলতি বছর আইফা পুরস্কারের মঞ্চে রণবীর ‘পদ্মাবত’ ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা জিতেছেন। রণবীর আরও বলেন, ‘আমার শাশুড়ির বক্তব্য ছিল, তোমাকেও পরিশ্রম করতে হবে। আমরা তোমারও এরকম মূর্তি দেখতে চাই। মা, আমরা লন্ডনে আসছি।’

আরও পড়ুন-BREAKING : 7 বছর পর আজ নবান্নে জমা পড়বে আনন্দমার্গী- হত্যাকান্ড কমিশনের রিপোর্ট