চালকের তৎপরতায় প্রাণ বাঁচল একটি হাতির। চাপরামারি অভয়ারণ্যের মধ্যে নাগরাকাটা-চালসা স্টেশনের মাঝে লাইনে উঠে পড়ে একটি হাতি। সেই সময় সেখান থেকে যাচ্ছিল ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। চালক তা দেখতে পেয়ে আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামান। প্রাণে বাঁচে হাতিটি। মিনিট পাঁচেক পর হাতিটি সেখান থেকে জঙ্গলে প্রবেশ করলে ফের চালু হয় ট্রেন।
আরও পড়ুন-আক্রান্ত তৃণমূল, কাঠগড়ায় বিজেপি
































































































































